ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জের ছাতকের দোলার বাজার ইউপিতে মসজিদের সড়ক নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশত লোক আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ১০ জন।
আহতরা হলেন-আব্দুল মতলিব, আব্দুল হক, নোমান আহমদ, এমএ নূর, ফরহাদসহ ১০জন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের ছাতক,কৈতকসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
ছাতক থানার ওসি (তদন্ত )আমিনুল ইসলাম বলেন, এলাকার পরিস্থিতি শান্ত থাকার পাশাপাশি জাহিদপুর পুলিশ ফাঁড়ির পুলিশ রয়েছে।
তিনি আরো বলেন, শত্রুতার জেরে মসজিদের সড়ক নিয়ে দোলারবাজার ইউপির কুর্শি গ্রামের শামীম আহমদ ও মনির উদ্দিন লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে অর্ধশত লোক আহত হন।