ডেস্ক রিপোর্ট: সীমান্তের অবৈধ পথে ভারতে যাওয়ার সময় বেনাপোল সীমান্ত থেকে ১২ জন নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। এদের মধ্যে চারজন নারী ও আটজন পুরুষ রয়েছে। শুক্রবার সকালে বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া এমপি’র মোড় নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। আটকদের বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ এলাকায়।