ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা পাকিস্তানের

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২০
সংগৃহীত

খেলা ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। ১৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদ।

সরফরাজ থাকলেও উইকেটরক্ষক হিসেবে দলে রাখা হয়েছে মোহাম্মদ রিজওয়ানকেও। এছাড়া ইংল্যান্ডের পেস সহায়ক উইকেটে খেলা হলেও পাকিস্তান স্পিনার নিয়েছে তিনজন-শাদাব খান, ইয়াসির শাহ আর কাশিফ ভাট্টিকে।

ওল্ড ট্রাফোর্ডে ৫ আগস্ট থেকে শুরু টেস্টের জন্য পেস আক্রমণ অবশ্য বেশ শক্তিশালীই রেখেছে পাকিস্তান। দলে আছেন চার পেসার- মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি আর সোহেল খান।

২০ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ফাহিম আশরাফ, ইমরান খান, উসমান শিনওয়ারি আর অবসর ভেঙে ফেরা অভিজ্ঞ পেসার ওয়াহাব রিয়াজ।

পাকিস্তান দল : আজহার আলি (অধিনায়ক), বাবর আজম (সহ-অধিনায়ক), আবিদ আলি, আসাদ শফিক, ফাওয়াদ আলম, ইমাম উল হক, কাশিফ ভাট্টি, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, নাসিম শাহ, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, সোহেল খান এবং ইয়াসির শাহ।