উন্মুক্ত শরীর গঠন প্রতিযোগিতায় জিম জোন চ্যাম্পিয়ন

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২২

খেলা ডেস্ক: ‘বিএবিবিএফ মিস্টার ঢাকা ও মাস্টার ঢাকা উন্মুক্ত শরীরগঠন এবং ফিজিক চ্যাম্পিয়নশিপ-২০২২’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জিম জোন আর রানার্স-আপ হয় সুপার ফিট জিম।

জিম জোন দুটিতে স্বর্ণ, একটিতে ব্রোঞ্জসহ মোট ৮টি পদক জিতে নেয়। অন্যদিকে সুপার ফিট জিম একটিতে স্বর্ণ, একটিতে রৌপ্য ও দুটিতে ব্রোঞ্জসহ মোট ৬টি পদক জিতে রানার্স-আপ হয়।

এবারের প্রতিযোগিতায় ১৫০টি ক্লাব ও সংস্থার ৪৫০ জন বডিবিল্ডার অংশ নেন। মিস্টার ঢাকা প্রতিযোগিতায় সাতটি ওজন শ্রেণিতে অনুষ্ঠিত হয়। মাস্টার ঢাকায় হয় উন্মুক্ত প্রতিযোগিতা।

আর ফিজিক চ্যাম্পিয়নশিপ হয় তিনটি ক্যাটাগরিতে। সব মিলিয়ে ১১টি ক্যাটাগরিতে হয় এবারের প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার হিসেবে ১০ হাজার টাকা করে প্রাইজমানি দেওয়া হয়। এছাড়া ওভারঅল ক্যাটাগোরির চ্যাম্পিয়নকে একটি রেফ্রিজারেটর দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক মিস্টার বাংলাদেশ নজরুল ইসলাম। এ সময় মিডিয়া কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খান নাঈম ও অন্যান্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।