ওসিসহ পাঁচজন গুলিবিদ্ধ, নিহত এক

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, মে ১৫, ২০১৯

ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জের ছাতক উপজেলা শহরে মঙ্গলবার রাতে ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ওসিসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।

নিহত শাহাব উদ্দিন ছাতক পৌর এলাকার আবদুস সোবহানের ছেলে। তিনি ভ্যানচালক ছিলেন।

নৌপথের চাঁদাবাজিকে কেন্দ্র করে প্রথমে দু’পক্ষের মধ্যে অর্ধশতাধিক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

খবর পেয়ে ছাতক থানার ওসি মো. মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ত্রিমুখী সংঘর্ষ  হয়। এ ঘটনায় কমপক্ষে ৩০জন আহত হয়েছেন। এসময় ছাতক থানার ওসি মো. মোস্তফা কামালসহ পাঁচজন গুলিবিদ্ধ হন।

সুনামগঞ্জের এসপি বরকত উল্যাহ খান জানান, নৌপথে চাদাঁবাজি নিয়ে দ্বন্দ্বেরজেরে পৌর শহরের জালালিয়া মাদরাসার সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অর্ধশতাধিক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে ছাতক থানার ওসিসহ পাঁচ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অর্ধশতাধিক। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।