সরকারিভাবে ধান ক্রয়ে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের দাবি

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, মে ১৪, ২০১৯

ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জে সরকারিভাবে ধান ক্রয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানিয়েছে স্বচ্ছতার জন্য নাগরিক। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে জেলা শহরের আলফাত উদ্দিন স্কয়ারে মানববন্ধন করে সংগঠনের সুনামগঞ্জ শাখা।

মানববন্ধনে বক্তারা বলেন, হাওরাঞ্চল থেকে সরকারিভাবে ধান ক্রয়ের পরিমাণের সিদ্ধান্ত কম নেয়া হয়েছে। কৃষকদের দাবি অনুযায়ী ছয় হাজার মেট্রিক টনের বদলে ৫০ হাজার মেট্রিক টন ধান ক্রয় করতে হবে। এছাড়া সরকারি তালিকায় কৃষকদের না রেখে নামে-বেনামে তালিকা হচ্ছে। তাই অবিলম্বে তালিকায় কৃষকদের নাম অর্ন্তভুক্ত করার দাবি জানাই। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুদামে ধান ক্রয়-বিক্রয় করতে হবে। এতে কৃষকরা হয়রানিতে পড়বেন না।

সনাকের সভাপতি দুর্যটি কুমার বসুর সভাপতিত্বে ও স্বজনের এরিয়া ম্যানাজার মাহবুবুর হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, নারী নেত্রী শিলা রায়, অ্যাডভোকেট খলিলুর রহমান, নুরুর রব চৌধুরী প্রমুখ।