কমলগঞ্জের জাতীয় উদ্যানের ভেতর থেকে উদ্ধার হলো নবজাতক কন্যা শিশু !

প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৯

ধলাইয়ের ডাক ডেস্ক নিউজঃ মৌলভীবাজারের কমলগঞ্জের জনকিছড়া থেকে এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে কমলগঞ্জ লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। কমলগঞ্জ পুলিশ সূত্রে জানা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যানের অভয়ারণ্যের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের পাশে নব্য জন্ম হওয়া কন্যা শিশু নবজাতক কে পড়ে থাকতে দেখে, সে সড়কে যাতায়াতকারী এক পথচারী কমলগঞ্জ থানার পুলিশ কে খবর দেয়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতক শিশুকে উদ্ধার করে কমলগঞ্জ থানার পুলিশ । পরে উদ্ধারকৃত শিশুটিকে শ্রীমঙ্গল কালিঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। এদিকে উদ্ধার হওয়া নবজাতক শিশুটি সুস্থ্য ও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল কালিঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক। এব্যপারে কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধীন দাশ সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি বর্তমানে চিকিৎসারত অবস্থায় রয়েছে। কিন্তু উদ্ধার হওয়া নবজাতকের মা-বাবার কোনো পরিচয় পাওয়া যায়নি।