কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের উদ্যোগে ৯ম বারের মত কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে কবুতর রেস প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকার সময় কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বড়লেখা উপজেলার বিভিন্ন গ্রামের সৌখিন কবুতর খামারীর ২২৫টি হোমার রেসার প্রজাতির কবুতর দিয়ে বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের ৯ম ট্রস সম্পন্ন হলো।
বড়লেখা উপজেলা থেকে বাক্সবন্দী করে কমলগঞ্জে আনা হয় ২২৫টি কবুতর। প্রায় ৫৫ কিলোমিটার দুর থেকে বাক্সবন্দী এসব কবুতর ছেড়ে দেওয়া হলো মুক্ত আকাশে। সেখানে তাদের মালিকেরা অপেক্ষায় আছেন, কখন কবুতরগুলো ফিরবে। যার কবুতরগুলো আগে পৌঁছাবে তিনিই বিজয়ী।
উক্ত কবুতর টস প্রতিযোগীতায় উপস্থিত ছিলেন বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের উপদেষ্টা বদরুল ইসলাম, বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের সভাপতি কামরুল ইসলাম, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, বাংলাদেশ জনপ্রত্যাশার সম্পাদক ও দেশদিগন্তের বার্তা সম্পাদক সাংবাদিক ছয়ফুল আলম সাইফুল, প্রমুখ।
উল্লেখ্য, কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সকাল ১০টায় ছাড়া হলে ৩০ মিনিটের মধ্যে আকাশ পথে ৫১ কিঃমিঃ পথ পাড়ি দিয়ে কবুতরগুলো বড়লেখায় তাদের নিজ নিজ ঘরে পৌছাতে সক্ষম হয়। বড়লেখার রেসিং পিজিয়ন ক্লাবের এ প্রতিযোগীতাকে উপস্থিত সবাই করতালীর মাধ্যমে অভিনন্দন জানান।
গত ১০ ডিসেম্বর এই কবুতর দৌড় প্রতিযোগিতা শুরু হয় প্রথমে ১৫ কিঃমিঃ জুড়ী, ১৪ ডিসেম্বর ২৫ কিঃমিঃ কুলাউড়া, ১৮ ডিসেম্বর ৪০ কিঃমি কটারকোনা, আজ ২২ ডিসেম্বর ৫৫ কিঃমি কমলগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সেমিফানেল ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় অনেক কবুতরপ্রেমী অংশ নিয়েছেন। তাদের মধ্যে মোনায়েম খান (মুন্না), মাছুম মোহাম্মদ (প্রবাসী ), দেলোয়ার হোসেন (প্রবাসী) কামরুল ইসলাম, আক্তার হোসেন, আব্দুল ছালাম, বাবুল হোসেন।
আগামী ২৬ ডিসেম্বর শ্রীমঙ্গল সখিনা সিএনজি ষ্টেশনের সম্মুখে ৮০ কিঃ মিটারের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।