কাল শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু’ বিপিএলের চট্টগ্রাম পর্ব

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৯

খেলা ডেস্ক: জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসর বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করেচগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঢাকার প্রথম পর্ব শেষ করে বঙ্গবন্ধু বিপিএল এখন বন্দরনগরী চট্টগ্রামে। আগামীকাল থেকে মাঠে গড়াবে বিপিএলের চট্টগ্রাম পর্ব। আট দিনে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১২টি ম্যাচ। আট দিনের মধ্যে দু’দিন বিরতিও রয়েছে। ১৭ থেকে ২৪ ডিসেম্বর হবে চট্টগ্রাম পর্ব।

চট্টগ্রাম পর্বের প্রথম দিন, অর্থাৎ আগামীকাল মাঠে নামবে চারটি দল। দুপুর ১টা ৩০ মিনিটে লড়বে খুলনা টাইগার্স-রাজশাহী রয়্যালস ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মুখোমুখি হবে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার।

ঢাকার প্রথম পর্বে ২টি করে জয়ের স্বাদ নেয় রাজশাহী ও চট্টগ্রাম। তবে ঢাকা পর্বে রাজশাহী ২টি ও চট্টগ্রাম ৩টি ম্যাচ খেলে। ১টি ম্যাচ খেলে ১টিতেই জিতেছে খুলনা। আর ৩টি ম্যাচ খেলে সবকটিতেই হারে সিলেট। ১১ ডিসেম্বর ঢাকায় শুরু হয় বিশেষ ‘বঙ্গবন্ধু’ বিপিএল। ১৪ ডিসেম্বর ঢাকার প্রথম পর্ব শেষ হয়।

ঢাকা পর্ব শেষে সবার উপরে আছে মৌসুমে দুর্দান্ত শুরু করা রাজশাহী রয়্যালস। দুই ম্যাচে দুই জয়ে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। সমান ৪ পয়েন্ট নিয়েই নেট রানরেটে পিছিয়ে থেকে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ঢাকা প্লাটুন ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

যথাক্রমে ১টি ও ২টি ম্যাচ খেলে ১টি করে জয় নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে আছে খুলনা টাইগার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স। অপরদিকে যথাক্রমে তিনটি ও দুটি করে ম্যাচ খেলে কোনো জয় না পাওয়া সিলেট থান্ডার্স ও রংপুর রয়্যালস আছে ষষ্ঠ ও সপ্তম অবস্থানে।