ডেস্ক রিপোর্ট: আগের বছর ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ছিলেন ৮৩তম স্থানে। চলতি বছর ১৭ ধাপ পিছিয়ে পৌঁছেছেন ১০০তম অবস্থানে। তবে এই র্যাংকিং ক্রিকেটীয় কিছুতে নয়। জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বসের বিশ্বের সেরা আয়ের ১০০ ক্রীড়াবিদের মধ্যে ১০০তম স্থানে আছেন ভারতীয় অধিনায়ক।
গত এক বছরে কোহলি আয় করেন ২৫ মিলিয়ন মার্কিন ডলার। ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, গত এক বছরে শীর্ষে থাকা একশো ক্রীড়াবিদের আয় বেড়েছে পাঁচ শতাংশের বেশি। তাদের মোট আয় ৪০০ কোটি মার্কিন ডলার। যার মধ্যে গত বছর মোট আয় ছিল তিনশো ৮০ কোটি ডলার।
১২৭ মিলিয়ন ডলার নিয়ে এবারের তালিকায় শীর্ষে উঠে এসেছেন আর্জেন্টিনা অধিনায়ক মেসি। দ্বিতীয় স্থানে রয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো তার আয় ১০৯ মিলিয়ন ডলার। তৃতীয়স্থানে আছেন নেইমার। গত বছর প্যারিস সেইন্ট জার্মেইয়ে যোগ দিয়ে আয় করেন ১০৫ মিলিয়ন ডলার।