ভ্রাম্যমাণ আদালত হবিগঞ্জ শহরের খোয়াই নদী পাড়ে চার ঘণ্টায় ১১২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও সদর ইউএনও শাখাওয়াত হোসেন রুবেল শুক্রবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন ।
প্রকৌশলী মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, খোয়াই নদীর পাড়ে অসংখ্য অবৈধ দখলদার রয়েছে। তাদের বার বার সরতে নোটিশ দিলেও তারা শুনেনি। বৃহস্পতিবার ১১২টি স্থাপনার অবৈধ দখলদারকে আবারো নোটিশ দেয়া হয়। এরইপ্রেক্ষিতে শনিবার দুপুরে অভিযান চালিয়ে ১১২টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে নদীর দুই তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
হবিগঞ্জ সদর ইউএনও শাখাওয়াত হোসেন রুবেল বলেন, দখলদাররা শক্তিশালী হলেও নদীর জায়গায় থাকতে পারবে না। তাদের যেকোন মুল্যে উচ্ছেদ করা হবে। নদীর জায়গায় নদীকে ফিরিয়ে দিতে অভিযান চলমান থাকবে।