চুনারুঘাটে ঢাকা-সিলেট মহাসড়কে ধস

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৯

ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জের চুনারুঘাটে দুই দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের একটি অংশ ধসে পড়ছে। এতে যান চলাচলে ঝুঁকি বেড়েছে।

ক্ষতিগ্রস্ত অংশটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয়রা। সড়ক ও জনপথ বিভাগের তথ্য অনুযায়ী, বৃষ্টির কারণে সংস্কার কাজ বাধাগ্রস্ত হচ্ছে।

চুনারুঘাটের ইউএনও মঈন উদ্দিন আহমেদ ইকবাল বলেন, উপজেলার রামগঙ্গায় ভারি বর্ষণের কারণে পুরাতন মহাসড়কের বড় একটি অংশ ধসে পড়েছে। প্রাথমিকভাবে, ওই অংশে সবাইকে সতর্ক হয়ে চলাচল করতে বলা হয়েছে। সড়কটি দ্রুত সংস্কারের জন্য কর্তৃপক্ষ জানানো হয়েছে।

হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, জিও ব্যাগ ফেলে ধসে পড়া অংশ মেরামত করা হচ্ছে। পর্যায়ক্রমে উন্নতমানে কংকিটের গাইডওয়াল তৈরি করা হবে।