চূড়ান্ত হলো ৫ স্পন্সর পার্টনার, কারা হচ্ছেন টিম ডিরেক্টর?

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৯

খেলা ডেস্ক: ১৭ নভেম্বর রোববারই জানা যাবে, এবারের বিপিএলে কোন ক্রিকেটার খেলবেন কোন দলে। ওই দিনই প্লেয়ার্স ড্রাফট। এদিকে আগেই জানা, এবারের বিপিএল হবে ভিন্ন ধারায়। কোনো ফ্র্যাঞ্চাইজির সম্পৃক্ততা থাকবে না। বিসিবিই আয়োজক, ব্যবস্থাপক আর দল গঠনের দায়িত্বে থাকবে।

তবে সাত দলের জন্য স্পন্সর পার্টনার থাকবে। এবং প্রতি দল পরিচালনার জন্য বিসিবির পরিচালকদের মধ্য থেকে একজন করে টিম ডিরেক্টরও নিয়োগ দেয়া হবে।

পাঠকরা আগেই জেনে গেছেন, যমুনা ব্যাংক, জিভানী, আইপিসি ও আকতার গ্রুপ স্পন্সর পার্টনার হয়েছে। অবশেষে জানা হলো পঞ্চম স্পন্সর পার্টনারের নামও, ওই স্পন্সর পার্টনার হলো ‘মাইন্ড ট্রি।’

অন্য দুটি দলের আর কোনো স্পন্সর পার্টনার থাকবে না। বিসিবিই তাদের স্পন্সর পার্টনারের দায়িত্বে থাকবে।

এদিকে বিপিএলের দলগুলোর কারা হচ্ছেন টিম ডিরেক্টর? তা নিয়েও ক্রিকেট অনুরাগীদের উৎসাহ আগ্রহের কমতি নেই। জানা গেছে, ছয়জনের নাম। যাদের টিম ডিরেক্টর হওয়া মোটামুটি নিশ্চিত। সম্ভাব্য টিম ডিরেক্টরের সবাই বোর্ড পরিচালক।

সেই তালিকায় বোর্ডের অন্যতম শীর্ষ পরিচালক জালাল ইউনুস, আকরাম খানের থাকা এরকম নিশ্চিত। এছাড়া নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন, গোলাম মর্তুজা পাপ্পা এবং তানজিল চৌধুরীর নামও শোনা যাচ্ছে। একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, ওই ছয় বোর্ড পরিচালকের এবারের বিপিএলে টিম ডিরেক্টর হওয়ার সম্ভাবনা একরকম চূড়ান্ত।