ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপের ১০ম ম্যাচে আজ মুখোমুখি দুই চ্যাম্পিয়ন দল। ক্রিকেটের সব থেকে সফল ও বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষ প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন উইন্ডিজ।
শুরুতে হয়ে গেল টস। টস ভাগ্যে উইন্ডিজ জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে শুরু হবে ম্যাচটি। নিজেদের দ্বিতীয়তম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে তারা। এর আগে তাদের প্রথম ম্যাচে জয়লাভ করে দুইদল।
আইসিসির প্রকাশিত সর্বশেষ র্যাংকিং অনুযায়ী ১০৯ রেটিং পয়েন্ট নিয়ে ৫ম স্থানে আছে অজিরা আর ৭৭ পয়েন্ট নিয়ে ৮ম স্থানে উইন্ডিজ।
দুই দলই মুখোমুখি হচ্ছে নিজেদের সেরা পারফমারদের নিয়ে। বিশ্বকাপের প্রথম আসরের অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
১৯৭৯ সালে কিংবদন্তি অধিনায়ক ক্লাইভ লয়েডের হাত ধরে জোড়া শিরোপা জিতেছিল উইন্ডিজ দল। তবে এরপরে আর শিরোপার স্বাদ উপভোগ করতে পারেনি ক্যারিবীয়রা।