টস হেরে ফিল্ডিংয়ে পাকিস্তান

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, মে ১৯, ২০১৯

ডেস্ক রিপোর্ট : প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হলো। পরের তিন ওয়ানডেতেই ইংল্যান্ডের কাছে হার পাকিস্তানের। এক ম্যাচ হাতে রেখে ইংলিশরা তাই সিরিজও নিজেদের করে নিয়েছে।

লিডসে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেটি পাকিস্তানের জন্য শুধুই সান্ত্বনা খোঁজার ম্যাচ। আজ (রোববার) হারলে কোনো ম্যাচ না জিতেই সিরিজ শেষ করতে হবে আনপ্রেডিক্টেবলদের।

ইংল্যান্ড একাদশে আজ নেই ওপেনার জেসন রয়। তার বদলে এসেছেন জনি বেয়ারস্টো। পাকিস্তান দলে দুই পরিবর্তন। ইমাম উল হকের জায়গায় এসেছেন আবিদ আলি। জুনায়েদ খানের বদলে একাদশে ঢুকেছেন শাহীন শাহ আফ্রিদি।

ইংল্যান্ড একাদশ : জনি বেয়ারস্টো, জেমস ভিন্স, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), জস বাটলার, বেন স্টোকস, মঈন আলি, টম কুরান, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ।

পাকিস্তান একাদশ : আবিদ আলি, ফাখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, আসিফ আলি, ইমাদ ওয়াসিম, হাসান আলি, মোহাম্মদ হাসনাইন, শাহীন শাহ আফ্রিদি।