টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব স্থগিত

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২০

খেলা ডেস্ক: ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সব ম্যাচ স্থগিত ঘোষণা করেছে আইসিসি। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের কারণেই এমন সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার।

কুয়েত, দক্ষিণ আফ্রিকা, স্পেন, বেলজিয়াম, মালয়েশিয়া এবং ফিনল্যান্ডে এই ম্যাচগুলো মাঠে গড়ানোর কথা ছিল। আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, জুলাই মাসের আগে ম্যাচগুলো হচ্ছে না।

আইসিসি বিবৃতিতে বলেছে, ‘এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সদস্যদের সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট সরকার এবং গণস্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শক্রমেই।’

আগামী বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে তার আগে এ বছরই অস্ট্রেলিয়ায় আছে আরেকটি আসর। করোনাভাইরাসের কারণে এ বছরের টুর্নামেন্ট নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

ইতিমধ্যেই প্রাণঘাতী এই ভাইরাসের প্রকোপে অনেক আন্তর্জাতিক ও জনপ্রিয় স্পোর্টিং ইভেন্ট বন্ধ হয়ে গেছে। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল স্থগিত হয়েছে। ক্রীড়া জগতের সবচেয়ে বড় ইভেন্ট টোকিও অলিম্পিক পিছিয়ে দেওয়া হয়েছে এক বছর।