ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে শহরের উমেদনগর এলাকার একটি দোকান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত দিলীপ রায় উমেদনগর এলাকার বাসিন্দা।
সদর মডেল থানার ওসি মো. সহিদুর রহমান জানান, উমেদনগর এলাকার দিলীপ রায় মেশিনারীজের ব্যবসা করতেন। রোববার রাত ৯টার দিকে তিনি ছেলে দিপঙ্করকে ফোন করে বলেন চুনারুঘাটে মুরারবন্দ মাজারে যাচ্ছেন। সকালে ছেলে দোকান খুলে বাবার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
মৃত দিলীপ রায়ের ছেলে দিপঙ্কর জানান, রাতে বাবা তাকে ফোন করে বলেছেন মুরারবন্দ মাজারে যাবেন। কিন্তু সকালে দোকানে এসে দেখতে পান তার বাবার ঝুলন্ত লাশ। তার দাবি তার বাবাকে কেউ হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।