প্রত্নতত্ত্বের খোঁজে হলহলিয়া রাজবাড়ীতে খোঁড়াখুঁড়ি

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২০

ধলাই ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের হলহলিয়া রাজবাড়ীতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুসন্ধান শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে অনুসন্ধানের উদ্বোধন করেন ডিসি মোহাম্মদ আব্দুল আহাদ।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট ও চট্টগ্রাম প্রত্নতত্ত্ব অধিদফতরের আঞ্চলিক পরিচালক ড. আতাউর রহমান, তাহিরপুরের ইউএনও বিজেন ব্যানার্জি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান প্রমুখ।

বক্তারা বলেন, হলহলিয়া রাজবাড়ী তাহিরপুরের প্রাচীন লাউড় রাজ্যের একটি দুর্গ। এটি সংরক্ষণ করায় হাওরাঞ্চলে পর্যটনের সম্ভাবনা আরো একধাপ এগিয়ে গেছে। প্রত্নতত্ত্ব অনুসন্ধানের কারণে এখানে পর্যটন শিল্পের আরো বিকাশ ঘটবে।