প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৯

প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে েহবিগঞ্জের আজমিরীগঞ্জে। এ ঘটনায় অভিযুক্ত পলাতক রয়েছে। অভিযুক্ত উপজেলার উদবপুর গ্রামের অনিল দাশের ছেলে অর্জুন দাশ।

আজমিরীগঞ্জ থানার ওসি শেখ মো. নাজমুল হক বলেন, সোমবার সন্ধ্যায় ছাত্রীটি বাড়ির পাশের টিউবওয়েলে পানি আনতে যায়। প্রতিবেশী অর্জুন শিশুটিকে ঝোপে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। এসময় শিশুর চিৎকারে আশপাশের লোকেরা এগিয়ে আসলে সে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আজমিরীগঞ্জ এবং পরে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

ওসি আরো জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত অর্জুন পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক কামরুল হাসান বলেন,  মঙ্গলবার দুপুরে শিশুটির পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে ধর্ষণের বিষয় জানা যাবে।