বাধ্য করবেন না শক্তি ব্যবহার করতে

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, জুন ৩, ২০১৯

ডেস্ক রিপোর্ট: সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে ধর্মঘট আহ্বানকারীদের উদ্দেশ্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকার বাস দিয়ে ব্যবসা করতে চায় না। বাস দিয়ে ব্যবসা করছেন আপনারা। তাই যাত্রীদের হয়ারানি করে আমাদের হাতে থাকা শক্তি ব্যবহার করতে বাধ্য করবেন না।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ বাসস্টেশনে বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধনের সময় তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, যারা পরামর্শ না করার নামে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছেন, তারা বাস দিয়ে ব্যবসা করছেন। আপনাদের ব্যবসার লাইসেন্স, কাগজ দেখার দায়িত্ব আমাদের রয়েছে। তাই আমাদের হাতে শক্তি রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের এমপি পীর ফজলুর রহমান মিসবাহ, ডিসি মোহাম্মদ আব্দুল আহাদ, সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল, পৌর মেয়র নাদের বখত প্রমুখ।

সোমবার রাতে সভা করে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘটের ডাক দেয় সুনামগঞ্জ মালিক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। ফলে সকাল থেকে ঈদে ঘরমুখো যাত্রীরা পড়েছে চরম ভোগান্তিতে।