বিশ্বকাপের লোগো উন্মোচন করল কাতার

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৯
ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ নামে পরিনচিত ফুটবল বিশ্বকাপের পরবর্তী আসর বসছে কাতারে। সে উপলক্ষে এরই মধ্যে তারা উন্মোচন করেছে বিশ্বকাপের লোগো। টুর্নামেন্টের ২২তম আসরের জন্য সুদৃশ্য এক লোগো উন্মোচন করে তারা।

মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টা ২২ মিনিটে আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করেন আয়োজকরা। বড় বড় সব বিল্ডিংয়ে লেজার প্রজেকশনের মাধ্যমে একযোগে সারা দেশে উন্মোচিত হয় এ লোগো।

লোগোর ডিজাইনে মূলত সারা বিশ্বকে এক সুতোয় গেঁথে রাখার প্রতীক হিসেবে ব্যবহার হয়েছে। একইসঙ্গে স্থানীয় আরব সংস্কৃতির সৌন্দর্য্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।

বুর্জ দোহা, কাতার কালচারাল ভিলেজ, মিনিস্ট্রি অব ইন্টেরিয়র, সৌক ওয়াকিফসহ নানান উঁচু স্থাপনা ব্যবহার করা হয় এ প্রদর্শনীতে।

মূল বিশ্বকাপ ট্রফির সঙ্গে মিল রেখে ডিজাইন করা হয়েছে এবারের লোগো। তবে এটি করার মূল অনুপ্রেরণা এসেছে শীতকালে গায়ে পরার উলের শাল থেকে। আরব অঞ্চলে শীতকালে শাল হয়ে ওঠে সবার সাধারণ পরিধেয়। তাই এ আকৃতিতেই করা হয়েছে বিশ্বকাপের লোগোটি।