বেড়েছে বৃষ্টি, পিছিয়ে গেলো দ্বিতীয় সেশনের খেলা

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, মে ২৫, ২০২২

খেলা ডেস্ক: শুরুতে মনে হচ্ছিল বাতাসের সঙ্গে গুঁড়ি বৃষ্টি। যে কারণে পাঁচ বল আগে প্রথম সেশনের বিরতি দেওয়া হলেও, দ্বিতীয় সেশনের খেলা শুরু নিয়ে খুব একটা দুর্ভাবনা ছিল না। কিন্তু ক্রমেই বাড়ছে বৃষ্টি। যে কারণে পিছিয়ে গেলো দ্বিতীয় সেশনের খেলা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজকের দিনের খেলা শুরুর আগেই আকাশে ছিল মেঘের ঘনঘটা। তবু প্রায় নির্বিঘ্নেই হয় প্রথম সেশনের খেলা। দুপুর ১২টা বাজতেই শুরু হয় বৃষ্টি। যা চলছে এখনও।

এই বৃষ্টি থামলেই কেবল মাঠ পরিদর্শনে নামতে পারবেন আম্পায়াররা। তখনই বোঝা যাবে, ঠিক কতক্ষণ পর আবার শুরু হবে খেলা। তার আগপর্যন্ত সবার অপেক্ষা প্রকৃতির আনুকূল্যের।

বৃষ্টির কারণে প্রথম সেশন শেষ হওয়ার পাঁচ বল আগে খেলা বন্ধ হয়ে যায়। ততক্ষণে ৭০.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১০ রান করেছে শ্রীলঙ্কা। আজকের প্রথম সেশনে ২৪.১ ওভারে ৬৭ রান তুলতে দুই উইকেট হারিয়েছে তারা। অবিচ্ছিন্ন জুটিতে ব্যাট করছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও ধনঞ্জয় ডি সিলভা।