রাস্তায় ধান রাখা নিয়ে সংঘর্ষে আহত ৩৫

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, মে ১৫, ২০১৯

ডেস্ক রিপোর্ট:হবিগঞ্জ সদরের নোয়াবাদে বুধবার দুপুরে রাস্তায় ধান রাখা নিয়ে সংঘর্ষে নারীসহ ৩৫ জন আহত হয়েছে।

গুরুতর আহত ১৪ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, মলাই মিয়া, স্বপন মিয়া, সোহেল মিয়া, মিলান বেগম, মোস্তফা আলী, ছানু মিয়া, গনি মিয়া, কামরুল মিয়া, আল আমিন, উজ্জ্বল মিয়া, শামসু মিয়া, ফুলহাস বেগম, হায়দার আলী।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ সহিদুর রহমান জানান, নোয়াবাদের মলাই মিয়া তার ধান সড়কে শুকাতে দেন। ওই সময় স্বপন মিয়াসহ বেশ কয়েকজন ধান মাড়াইয়ের যন্ত্র নিয়ে যাচ্ছিল। কিন্তু সড়কে ধানের কারণে তারা যেতে পারছিলেন না। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এতে ৩৫ জন আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।