ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জের বানিয়াচঙ্গে শতাধিক দুস্থ ও গরীব লোকজনের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বানিয়াচং থানা প্রাঙ্গণে হবিগঞ্জের এসপি মোহাম্মদ উল্লার উদ্যোগে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক, ওসি তদন্ত প্রজিত কুমার দাস প্রমুখ।
ওসি তদন্ত প্রজিত কুমার দাস বলেন, এসপি মোহাম্মদ উল্লার উদ্যোগে প্রায় শতাধিক নারী পুরুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। যাতে করে কিছুটা হলেও তারা স্বাচ্ছন্দবোধ করে ঈদ পালন করতে পারে। ঈদ সামাগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, চিনি, তেল, দুধ ও সেমাইসহ নগদ টাকা।