সেরা পাঁচ বোলারে তিন বাংলাদেশি

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৯

খেলা ডেস্ক: যুব ওয়ানডেতে ২০১৯ সালে দলীয় সাফল্যতে গুরুত্বপূর্ণ অবদান ছিল বোলারদের। বছর শেষে যুব ওয়ানডেতে সেরা পাঁচ উইকেট শিকারির বোলারের মধ্যে তিনজনই বাংলাদেশি।

আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে ২০১৯ সালে সর্বোচ্চ উইকেট নিয়েছেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব। ১৬ ম্যাচে তার উইকেট সংখ্যা ২৮।

দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক বাংলাদেশের আরেক মৃত্যুঞ্জয় চৌধুরী। ১২ ম্যাচে ২৪ উইকেট রয়েছে তার ঝুলিতে।

তৃতীয়তে আছেন ইংলিশ পেসার বাল্ডারসন। ১২ ম্যাচে তারও উইকেট সংখ্যা ২৪।

১১ ম্যাচে ২৩ উইকেট নিয়ে চারে আছেন শ্রীলংকান বোলার নাদিশান।

পাঁচে আছেন বাংলাদেশের আরেক দ্রুত গতির বোলার রাকিবুল হাসান ১৮ ম্যাচে ২৩ উইকেট তার ব্যাগে।

২০১৯ সালে সর্বোচ্চ উইকেট নেয়া পাঁচ বোলার : 

তানজিম হাসান সাকিব (বাংলাদেশ)- ২৮ উইকেট

মৃত্যুঞ্জয় চৌধুরী (বাংলাদেশ)- ২৪ উইকেট

বাল্ডারসন (ইংল্যান্ড)- ২৪ উইকেট

নাদিশান (শ্রীলঙ্কা)- ২৩ উইকেট

রাকিবুল হাসান(বাংলাদেশ)- ২৩ উইকেট।