হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২০
সংগৃহীত

ধলাই ডেস্ক: হবিগঞ্জে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট চলছে। মহাসড়কে সিএনজিসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে জেলা মোটর মালিক গ্রুপ।

এ ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে জেলা টেম্পু মালিক সমিতি, জেলা ট্রাক মালিক সমিতি, জেলা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন ও ঢাকাগামী সব বাস মালিক।

সোমবার রাতে জেলা মোটর মালিক গ্রুপের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শুভ্র শঙ্ক রায়।

তিনি বলেন, মহাসড়কে সিএনজিসহ সব অবৈধ পরিবহন বন্ধের দাবিতে এ কর্মসূচির ডাক দেয়া হয়েছে। দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চলবে। এ সময় হবিগঞ্জের সঙ্গে ঢাকা-সিলেটসহ সারাদেশে পরিবহন চলাচল বন্ধ থাকবে। এরপরও দাবি না মানা হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেয়া হবে।

এর আগে, ১৩ অক্টোবর একই দাবিতে হবিগঞ্জের ডিসির কাছে স্বারকলিপি দিয়েছে সংগঠনটি।