ডেস্ক রিপোর্ট: কাশ্মীরে মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
হবিগঞ্জের বাহুবল উপজেলায় বুধবার বাদ আসর ‘বাহুবল তৌহিদী জনতার’ ব্যানারে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়। মাওলানা আব্দুল বারী আনছারীর সভাপতিত্বে ও হাফেজ আব্দুন নূরের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন- কাসিমুল উলুম মাদরাসার ভাইস পিন্সিপাল মাওলানা আজিজুর রহমান মানিক, দৌলতপুর আশরাফিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল হাই, বেফাকুল মাদারিসিল আরাবিয়া (কওমি মাদরাসা বোর্ড) বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ আকিলপুরী, মাওলানা সাইফুল ইসলাম ও মাওলানা আব্দুল আহাদ আজাদ প্রমুখ।
পথসভায় বক্তারা বলেন, কাশ্মীরে আমাদের ভাই-বোনেরা বছরের পর বছর অত্যাচারিত হয়ে যাচ্ছেন, এসবের শেষ চাই। আমরা চাই স্বাধীন কাশ্মীর। কাশ্মীরের মানুষ স্বাধীনতা চায়, স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার চায়।
বক্তারা আরও বলেন, মুসলিম অধ্যুষিত কাশ্মীরকে স্বাধীনতা দেয়ার পরিবর্তে ভারত এখন কাশ্মীরের বিদ্যমান স্বায়ত্তশাসন কেড়ে নিয়েছে। এটি মানবাধিকার লঙ্ঘন। দ্রুত সময়ের মধ্যে কাশ্মীরের স্বাধীনতা ফিরিয়ে না দিলে সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।