ডেস্ক নিউজ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বৃহস্পতিবার সকালে ডিভাইডারের সঙ্গে ধাক্কায় ট্রাক উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
নিহত মোশারফ হোসেন ফেনীর ছাগলনাইয়ার আমির আলীর ছেলে। তিনি ট্রাকের চালক ছিলেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত আলী জানান, সিলেটগামী ট্রাকটি ওলিপুর রেলক্রসিংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। মরদেহ ও দুর্ঘটনা কবলিত ট্রাকোটি উদ্ধার করা হয়েছে।