ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জের মাধবপুরের বড়ধুলিয়া এলাকায় শুক্রবার ভোরে ব্যারিকেড দিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ মাদকসহ একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতার রতন মিয়া উপজেলার মধ্য বেজুড়া গ্রামের ঝাড়ু মিয়ার ছেলে।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সড়কে ব্যারিকেড দিয়ে রতনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫৮ বোতল ফেনসিডিল, ৯০০ ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, রতনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।