১০৫ দুরারোগ্য রোগীর হাতে ৫২ লাখ টাকা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০
ছবি সংগৃহীত

খেলা ডেস্ক: গাজীপুর জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে রোববার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া- এমন দুরারোগ্য রোগে আক্রান্ত ১০৫ জনকে ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। এসব রোগীদের হাতে অর্থের চেক তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘করোনা পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে সারাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারা দেশে দেড় কোটির বেশি পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। এছাড়াও সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতাধীন সেবাসমূহ অব্যাহত রেখেছে সরকার।’

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সময়োচিত সঠিক পদক্ষেপের কারণে দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমি জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানাচ্ছি।’

অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এসএম আনোয়ারুল করিম স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।