ডেস্ক নিউজ: ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরে সড়কের পাশে চায়ের দোকানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চা বিক্রেতাসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুইজন।
নিহতরা হলেন পশ্চিম মাধবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলেন চা বিক্রেতা আইয়ুব আলী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ভাইগদা গ্রামের আবন মিয়ার ছেলে জুনায়েদ মিয়া।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী বলেন, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাক মাধবপুর বাজারের কাছে পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় ট্রাকটি সড়কের পাশে একটি চায়ের দোকানের ভেতরে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই জুনায়েদ মিয়া নামে একজন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় চা বিক্রেতা আইয়ুব আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। মরদেহ উদ্ধার করো করা হয়েছে।