স্টাফ রিপোর্ট: মৌলভীবাজারের কমলগঞ্জে সমাজের সবচেয়ে অনগ্রসর শব্দকর সম্প্রদায় পরিবারের ১৬ জন শিক্ষার্থী এ বছর এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। শব্দকর সম্প্রদায়ের এক সাথে এত শিক্ষার্থী কোন বছরই এসএসসি পাশ করেনি। ফলে এবারের এসএসসি উত্তীর্ণ শব্দকর পরিবারের ১৬ শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়। শুক্রবার বিকাল ৪টায় কমলগঞ্জ পৌরসভার গোবর্দ্ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।
শব্দকর সমাজ ছাত্র উন্নয়ন পরিষদের সভাপতি সঞ্জীৎ শব্দকরের সভাপতিত্বে ও সুমন শব্দকরের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর গফুর চৌধুরী মহিলা কলেজ অধ্যক্ষ মো. হেলাল উদ্দীন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক আহমদ সিরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিপুরি ললিতকলা একাডেমীর গবেষনা কর্মকর্তা প্রভাষ চন্দ্র সিংহ ও কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর আফজাল মিয়া।