উনিশ বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছিঃ এখনো লন্ডনী হয়ে উঠতে পারিনি।

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০
ছবি ধলাইর ডাক

নজরুল ইসলাম:  উনিশ বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছি ,বৃটিশ বাংলাদেশি হয়েছি ,তবে এখনো লন্ডনী হয়ে উঠতে পারিনি।

পরিবার আত্মীয় স্বজন নিয়ে লন্ডনে বসবাস করছি, কিন্তু মন সবসময়ই দেশে। দেশের ক্লান্তিলগ্নে মহামারীতে দুঃসময়ে অসহায় হয়ে পড়ি। এই বার অসহায় হয়েছি ,বাক্রুদ্ধও হয়ে যাচ্ছি। এক এক করে আমাদের বয়োজ্যেষ্ঠ প্রবীণরা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। লন্ডনে আমরা প্রতিদিন হাজার লোককে হারিয়েছি। আল্ল্যাহর অশেষ মেহেরবানীতে লন্ডনের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে চলছে। কিন্তু দেশে পরিস্থিতি অবনতি হচ্ছে দেখে বড়ই উদ্ভিগ্ন আছি। আল্লাহ সহায়।

বিপদ-আপদ মানুষের নিত্যসঙ্গী। বিপদ বলে-কয়ে আসে না। কখন কার ওপর সমস্যা দুর্বিপাক নেমে আসে তা কেউ জানে না। স্বাভাবিকত বিপদ বা সঙ্কটে পড়লে মানুষ হতবিহ্বল হয়ে যায়। মানুষের চিন্তা-ভাবনা বিক্ষিপ্ত হয়ে পড়ে। দিশেহারা হয়ে করণীয় ভুলে যায়। বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। তিনিই একমাত্র উদ্ধারকারী।