ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জের বাহুবলে শনিবার রাতে ইয়াবাসহ মোক্তাদির হোসেন রানা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উপজেলার সাতপাড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
মোক্তাদির হোসেন রানা ওই গ্রামের মুখলেছ মিয়ার ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এসআই সিদ্দিকুর রহমান জানান, রানা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। শনিবার রাতে উপজেলার সাতপাড়িয়া এলাকা থেকে ১১শ’ ইয়াবাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।