ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাকুরা গ্রামে প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার মধ্যরাতে মামলাটি করেন শিশুটির পিতা আহাম্মদ আলী।
ওই শিশুটি পার্শ্ববর্তী রাজাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক জানান, কাকুরা গ্রামের আরজত আলীর ছেলে জাহাঙ্গীর আলমকে আসামি করে থানায় মামলা দয়ের হয়েছে। অভিযুক্ত জাহাঙ্গীরকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ওই শিশুর মা কাজল বিবি জানান, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মেয়ে চিকিৎসাধীন রয়েছে। বিকেলে তার অপারেশেনের পর রক্তকরণ বন্ধ হয়েছে। তবে অবস্থা এখনো স্বাভাবিক হয়নি।
এর আগে শুক্রবার রাতে ওই শিশুকে তার ঘরেরে উঠান থেকে তুলে নিয়ে একটি ঝোপ যায় পার্শ্ববর্তী আরজত আলীর ছেলে জাহাঙ্গীর আলম। সেখানে নিয়ে তাকে ধর্ষণের পর রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায়। পরে ওই শিশুটির চিৎকার শুনে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।