
ফাইল ছবি
ধলাই ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে প্রেমিকের বিষপানের খবর শুনে কুলসুমা বেগম (১৭) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মুমূর্ষু অবস্থায় প্রেমিক হৃদয়কে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৪ জুন) বিকেলে উপজেলার নায়ায়ণপুর গ্রাম থেকে কুলসুমার (১৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে নারায়ণপুর গ্রামের আনছর আলীর মেয়ে।
এতে অভিমান করে শনিবার (১৩ জুন) সকালে হৃদয় বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। এ খবর শুনে কুলসুমা রোববার দুপুরে নিজ বাড়ির ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। হৃদয়ের বাড়ি নয়াপাড়া রেল স্টেশন এলাকায়।
মাধবপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহবুব রহমান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।