কল্পনার মৃত্যু

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২২
ধলাইর ডাক

শিল্প সাহিত্য ডেস্ক:

কল্পনার মৃত্যু

নির্মল এস পলাশ…

কত কল্পনার মৃত্যু যাতনায় পুড়ে মন,

যন্ত্রণা হৃদ প্রাঙ্গনে সকল কল্পনার শিরশ্ছেদ।

পথ হারাল মন কুড়ি বছর পূর্বের দাহন,

ধুপ জ্বলা ক্রন্দন অতীত বর্তমান মিতালী।

নিষ্টুর কোপানলে প্রতিজ্ঞা আহত অবাক প্রেম,

স্বপ্নজালে ভুকম্পন মুঠোভরা কষ্টের আগমন।

আবারো সেই বিদায় দূরত্ব হাজার মাইল,

সীমানায় তারকাঁটা বেড়া কষ্টের নদী ঢেউ তুলে।

স্বপ্নরা হামাগুড়ি দেয় মিথ্যা প্রবঞ্চনায়,

মৃত্তিকা দেহে থাকে চিহ্ন কিছু কল্পনার মৃত্যু হয়।

বিভীষিকা, জ্বালাময়ী বেদনা প্রগার কল্পনার দ্বারা তৈরি সৌধে

অকস্মাৎ ভূকম্পন আর অবাক করা কষ্ট।

হাহাকার আর যাতনা, পরাজিত মনুষ্যত্ব,

নিষ্ঠুর পৃথিবীর কোপানলে সকল কল্পনার।

এক পলকে শিরশ্ছেদ আর অবাক করা কষ্ট।

জিওন কাঠি ভেঙ্গে গেছে, তবু স্বপ্ন দেখা ছাড়ি নি।

ঊষার রঙে বিভোর হয়ে, আলোকের স্বপ্নে দিন কাটাই।

হ্যাঁ, স্বপ্ন আছে, আর আছে অবাক করা কষ্ট।