ব্ল্যাকমেইল ও প্রতিকার

প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৩

মো: জাকের হোসেন: বর্তমান সমাজে বিভিন্নভাবে একজন আরেজনকে ব্ল্যাকমেইল করে আসছে। তার মধ্যে খুব বেশি হয়ে থাকে সুসম্পর্কের খাতিরে একজন আরেকজনের আপত্তিকর ভিডিও ধারণ করে। যখন তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয় বা খারাপ হয় তখনই একজন আরেকজনের আপত্তিকর ভিডিও তার বাবা- মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবীদের কাছে পাঠিয়ে দেওয়ার ভয় দেখায় বা ভাইরাল করে দেবে বলে বিভিন্নভাবে হয়রানি, অবৈধভাবে কিছু আদায় করা, শারিরিক সম্পর্ক করতে বাধ্য করা ইত্যাদির ভয় দেখায়।

যা সমাজে তার বেঁচে থাকা খুবই কষ্টকর হয়ে যায়। তাই এধরণের ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮, এর ২৬ ধারা অনুসার অনধিক ৫ বছর বা ৫ লক্ষ টাকা জরিমানা বা উভয় দন্ড হতে পারে। তাছাড়া পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনের অধিন মামলা করে প্রতিকার পাওয়া যায়।

বলে রাখা ভালো এ আইনে মামলা হলে সহজে জামিন পাওয়া যায় না। আপনার পরিচিত কেউ যদি এ ধরণের হয়রানির শিকার হয়, তবে নিকটস্ত থানায় গিয়ে মামলা করতে পারেন আর পুলিশ যদি মামলা না নেয়, তাহলে সরাসরি কোর্টে সাইবার ট্রাইব্যুনালে মামলা করতে পারেন।

মো: জাকের হোসেন

এডভোকেট জজ কোর্ট,

সিলেট