
ছবি সংগৃহীত
ধলাই ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
শনিবার ডিএসসিসির নগর ভবনে সীমিত পরিসরের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করেন নব নির্বাচিত এই মেয়র।
মেয়র চেয়ারে বসেই নগরবাসীর সেবাদানের জন্য তার নির্বাচনী ইশতেহারে যে বিষয়গুলো উল্লেখ করেছেন সেগুলোসহ বর্তমান পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা যায় সেটি নিয়ে পরিকল্পনা প্রণয়ন করছেন।
এর আগে, চলতি বছরের ১ ফেব্রুয়ারির ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন। ঢাকা দক্ষিণে মেয়র সাঈদ খোকনের মেয়াদ ১৬ মে শেষ হওয়ায় দায়িত্ব নেন শেখ ফজলে নূর তাপস।
এদিকে গত বুধবার দ্বিতীয় মেয়াদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আতিকুল ইসলাম।