ঢাকা, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

হবিগঞ্জে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৯

ধলাই ডেস্ক: হবিগঞ্জ শহরে রেজাউল করিম নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার মৃত্যুর কারণ এখনো পাওয়া যায়নি।

বৃহস্পতিবার দুপুরে শহরের সুলতান মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কলেজছাত্র ওই গ্রামের রুস্তুম আলীর ছেলে। তিনি হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মো. মাসুক আলী জানান, বুধবার রাতে পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন কলেজছাত্র রেজাউল করিম। তবে বৃহস্পতিবার সকাল পেরিয়ে দুপুর গড়াতে শুরু করলে পরিবারের সদস্যরা তাকে ডাকতে যান। এ সময় কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙেই রেজাউলের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। পরে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

ওসি আরো জানান, রেজাউলের আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। তবে পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া রেজাউলের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

  • এই বিভাগের সর্বশেষ