তীব্র গরমে হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৯

কয়েক দিনের টানা গরমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা।

রোগীদের মধ্যে বেশিরভাগই শিশু। এ অবস্থায় পর্যাপ্ত চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।

ডায়রিয়ায় আক্রান্ত এক শিশুর মা হাফিজুন্নেছা বেগম জানান, শুক্রবার রাত থেকেই তার ছেলের ডায়রিয়া শুরু হয়। প্রাথমিক চিকিৎসায় কোনো উন্নতি না হওয়ায় ছেলেকে নিয়ে হাসপাতালে এসেছেন তিনি।

এ হাসপাতালের চিকিৎসক মিঠুন রায় বলেন, তিন দিনে শুধু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৩০ জন শিশু। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে আরো ২০ জন শিশু। এ অবস্থায় আমরা পর্যাপ্ত চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছি। আবহাওয়ার পরিবর্তন ও  দূষিত পানির কারণে এমনটা হয়েছে।