
প্রতিকী ছবি
ধলাই ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে সিএনজি চালিত অটোরিকশার চাপায় কালা চান দাশ নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার শ্রীকুটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কালা চান দাশ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউপির চরহামুয়া গ্রামের বাসিন্দা। সে পেশায় একজন রাজমিন্ত্রি ছিল বলে জানা গেছে।
চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, কালা চান দাশ নামে ওই ব্যক্তি বাড়ি থেকে রওয়ানা দিয়ে শ্রীকুটা বাজারের উদ্দেশে রওয়ানা হন। পথে শ্রীকুটা বাজারের কাছাকাছি পৌঁছে রাস্তা পারাপারের সময় একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।