ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে বুধবার দুপুরে নারীসহ দুই দালালকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন, শহরতলীর বহুলা গ্রামের সরুফা আক্তার ও ইনাতাবাদ এলাকার সিরাজ মিয়া।
হবিগঞ্জ সদর মডেল থানার এসআই আতাউর রহমান জানান, আটকরা দালাল চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে হাসপাতালে আসা রোগীদের প্রলোভন দেখিয়ে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যেত। এর বিনিময়ে মোটা অঙ্কের টাকা পেত।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডা. রথীন্দ্র চন্দ্র দেব জানান, দালাল চক্রের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন রোগীরা। এরা জোরপূর্বক রোগীদের কাছ থেকে স্লিপ নিয়ে ওষুধ এনে দেয়। বিনিময়ে মোটা অঙ্কের টাকা পায়। সম্প্রতি দালালদের তালিকা করে অভিযান চালিয়ে দুই দালালকে আটক করা হয়েছে।