ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জের আজমিরীগঞ্জে পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ ।
মঙ্গলবার দুপুরে উপজেলার রসুলপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
আজমিরীগঞ্জ থানার ওসি শেখ নাজুমুল হক বলেন, মঙ্গলবার দুপুরে নুরুল হক ও আশরাফ উদ্দিনের মধ্যে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অর্ধশতাধিক লোক আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২২ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।