হবিগঞ্জে ভেজাল কারখানার সন্ধান, বাবা-ছেলের কারাদণ্ড

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯

ধলাই ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ের ৪ নম্বর দক্ষিণ পশ্চিম ইউপির সাগর দিঘির দক্ষিণপাড়ে একটি ভেজাল কারখানার সন্ধান পাওয়া গেছে।

সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই কারখানায় অভিযান চালায়। এসময় খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাত করণ, নকল পণ্য প্রস্তুত করণসহ একাধিক ভেজাল কার্যক্রম ধরা পড়ে ভ্রাম্যমাণ আদালতের চোখে।

সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান জানান, দীর্ঘদিন ধরে এ কারখানাটি ভেজাল খাদ্য উৎপান করে আসছে। যা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। অন্যের মোড়ক ব্যবহার, নিষিদ্ধ দ্রব্যের ব্যবহার ও লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অভিযোগের প্রমাণ মিলেছে কারখানার মালিকের বিরুদ্ধে। তাই এ কারখানাটির মালিক নরসিংদী জেলার রায়পুরা উপজেলার সেন্টু মিয়া ও তার ছেলে কাওছার মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া কারাখানা থেকে মুড়ি, আচার, চিপস, মটর শুটি,পলিথিনসহ নানা পণ্য জব্দ করে পার্শ্ববর্তী খালি ময়দানে নিয়ে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে বলেও জানান তিনি।

ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন বানিয়াচং থানার এসআই আব্দুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ।